thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

'২১ আগস্টের বিচার চাওয়াটা বিএনপির নিষ্ঠুর রসিকতা'

২০১৮ আগস্ট ২৮ ১৮:০৯:৫০
'২১ আগস্টের বিচার চাওয়াটা বিএনপির নিষ্ঠুর রসিকতা'

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার চেয়েছেন। তাঁদের এই বিচার দাবি ইতিহাসের নৃশংস, বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতি নিষ্ঠুর রসিকতা।

মঙ্গলবার দুপুরে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। আওয়ামী যুবলীগ আয়োজিত শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির সমাপনী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের খুনিদের পৃষ্ঠপোষকেরা এ হত্যাকাণ্ডের বিচার চায়। বিএনপি নেতারা ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার চান। এটাকে কী বলবেন আপনি? তিনি বলেন, ‘ধিক্কার জানাই এ রাজনীতিকে। এরা খুন করে খুনের বিচার চাইতে পারে, দুর্নীতি করে দুর্নীতির বিচার চাইতে পারে। দণ্ডিত হয়েও নিরপরাধ বলে নিজেদের জাহির করতে পারে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ছদ্মবেশী শত্রু রয়েছে। বিএনপি-জামায়াত নয়, ছদ্মবেশী শত্রুরাই বেশি সক্রিয়। এরাই গুজব-সন্ত্রাস ছড়াচ্ছে। তারা সুশীলে আছে, গণমাধ্যমে আছে।’

কারও নাম উল্লেখ না করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য সারা দুনিয়ায় প্রচার করেছেন। জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর জন্য সব ধরনের চেষ্টা করেছেন। নিরীহ শিশুদের যুক্তিসংগত সামাজিক আন্দোলনকে নিয়ে ছদ্মবেশী কুচক্রীদের সঙ্গে মিলিত হয়ে বললেন, বাংলাদেশে গণহত্যা চলছে। যেখানে কোনো হতাহতই হয়নি। এ অপপ্রচার নোবেল বিজয়ীদের পর্যন্ত বিবৃতি দিতে প্রলুব্ধ করেছে। এ কুচক্রী মহলের কতটা আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে, সেটা এখন দিবালোকের মতো পরিষ্কার।’

বিএনপির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন ক্ষমতা চায় না। কারণ, তারা জানে, নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না। তাই চক্রান্তের চোরাগলি বাছাই করেছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র করছে। যুবলীগসহ দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ, আনোয়ারুল ইসলাম, আমজাদ হোসেন, বেলাল হোসাইন, আতাউর রহমান, মাহবুবুর রহমান, যুবনেতা কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী প্রমুখ। সঞ্চালনা করেন ইকবাল মাহমুদ।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর