thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭,  ২৩ জিলহজ ১৪৪১

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল আয়ারল্যান্ড

২০১৮ আগস্ট ৩০ ০৭:৪৭:৫০
আফগানিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল আয়ারল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : ঘরের মাঠে আফগানিস্তান ক্রিকেট দলকে ডেকে নিয়ে লজ্জায় পড়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হওয়া আইরিশরা, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হেরে যায়।

তবে বুধবার (২৯ আগস্ট) দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা এনেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আগামী শুক্রবার বেলফাস্টে সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বুধবার বেলফাস্টে টসে জিতে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নজিবুল্লাহ জাদরান। এছাড়া ৩৯ ও ৩২ রান করে করেন অধিনায়ক আসগর আফগান ও রহমত শাহ। আয়ারল্যান্ডের হয়ে ১০ ওভারে ৩০ রানে ৪ উইকেট শিকার করেন পেস বোলার টিম মুরঘাঘ।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ৩৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন অ্যান্ডি বালবিনি। এছাড়া ৩৯ ও ৩৬ রান করে করেন পল স্টারলিন ও সিমি সিং।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর