thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

২০১৮ আগস্ট ৩১ ১৭:৫৭:২৭
এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক: সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য ঘোষিত পাকিস্তানের ১৮ সদস্যের দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক আজহার আলীর।

মূল দল ঘোষণার আগে ২৬ জনের প্রাথমিক দল নিয়ে হয়েছে প্রাথমিক প্রস্তুতি পর্ব।

পাকিস্তান দলের কোচ মিকি আর্থার ও অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ১৮ সদস্যের দল ঘোষণা করেন।

এই দলে জায়গা হয়েছে তরুণ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও আজহার আলীর জায়গায় শান মাসুদের।

এই ১৮ সদস্যের দল নিয়ে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব।

আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের গ্রুপে আছে চির প্রতিদ্বন্দ্বী ভারত। ১৯ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

১৮ সদস্যের দল: ফখর জামান, ইমামুল হক, শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ওসমান খান শেনওয়ারী, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাহীন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফ।

আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে সংযুক্ত আরব আমিরাত এশিয়া কাপের।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর