thereport24.com
ঢাকা, সোমবার, ২৪ জুন ২০১৯, ১০ আষাঢ় ১৪২৬,  ১৯ শাওয়াল ১৪৪০

পুলিশকে খেলনা পিস্তল তাক, গুলিতে হলিউড অভিনেত্রী নিহত

২০১৮ সেপ্টেম্বর ০১ ১২:১৩:৫৩
পুলিশকে খেলনা পিস্তল তাক, গুলিতে হলিউড অভিনেত্রী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : সিনেমা বা নাটকে খেলনা পিস্তল দেখিয়ে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার মতো ঘটনার মতো এবার এমন ঘটেছে বাস্তবে। তবে তার পরিণতি হয়েছে করুণ।

হলিউড অভিনেত্রী ভেনেসা মারকুইজের বাড়িতে পুলিশ গেলে তিনি খেলনা পিস্তল তাক করেন। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে বসে। আর এতে প্রাণ হারান ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী।

লস অ্যাঞ্জেলেসের শেরিফ ডিপার্টমেন্টের সার্জেন্ট জো মেনডোজা জানান, বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাসাদানে ভেনেসার বাড়িতে যায় পুলিশ। এসময় ভেনেসা পুলিশের দিকে পিস্তল তাক করে। পুলিশ এসময় নিজেদের রক্ষা করতে গুলি করে। পরে পরীক্ষা করে দেখা হয় সেটি খেলনা পিস্তল ছিল।

তিনি বলেন, ভেনেসার বাড়িওয়ালা তাকে পরীক্ষা করতে পুলিশে খবর দেয়। পুলিশ অফিসাররা তার বাড়িতে গিয়ে তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দেন। কিন্তু তিনি তাদের কথা শোনেননি। পুলিশের দিকে পিস্তল তাক করলে এমন ঘটনা ঘটে।

ভেনেসো জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইআর’-এ ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত অভিনয় করেছেন। এছাড়া আরও বেশ কয়েকটি সিরিয়ালে তিনি ছিলেন পরিচিত মুখ।

গত বছর কো-স্টার জর্জ ক্লুনির বিরুদ্ধে যৌন হয়রানি ও বর্ণ বৈষম্যের অভিযোগ এনে তিনি আলোচনায় আসেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর