thereport24.com
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭,  ২২ জিলহজ ১৪৪১

যশোরের বড়বাজারে অগ্নিকাণ্ডে ৫ দোকান ছাই

২০১৮ সেপ্টেম্বর ০২ ০৯:১২:২৬
যশোরের বড়বাজারে অগ্নিকাণ্ডে ৫ দোকান ছাই

যশোর প্রতিনিধি : যশোর শহরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আশপাশের আরো কয়েকটি দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বড়বাজারের হাটচান্নিতে (ফেন্সি মার্কেট) এ আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু গণমাধ্যমকে জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে বেশিরভাগ কসমেটিকস ও ইমিটেশনের মালামাল ছিলো। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত না করে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি আগুনে কমপক্ষে পাঁচকোটি টাকার মালামাল পুড়ে গেছে, পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হওয়া ছাড়াও আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর