thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ জুলাই ২০১৯, ৯ শ্রাবণ ১৪২৬,  ২০ জিলকদ  ১৪৪০

নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

২০১৮ সেপ্টেম্বর ০৩ ১১:২৭:০৪
নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথার এ দুর্ঘটনা ঘটে।

নিরালেন- ওই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ইমান আলীর স্ত্রী ফিরোজা বেগম, তার ছেলে মোহন এবং সিএনজিচালক। তবে সিএনজিচলকের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজাহান খান দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সেনবাগ সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন, হাসপাতালে নেয়ার পর আরও দু্ইজনে মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর