thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬,  ১৪ আগস্ট ১৪৪০

টেকনাফে ৩ রোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যাচেষ্টা

২০১৮ সেপ্টেম্বর ০৩ ১৩:১৪:২৮
টেকনাফে ৩ রোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যাচেষ্টা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় কাজ দেয়ার কথা বলে তিন রোহিঙ্গা যুবককে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চাকমারকুলের পারিয়াপাড়ার পাহাড়ের ভেতর থেকে গলাকাটা অবস্থায় তাদের উদ্ধার করেছে পুলিশ।

আহত রোহিঙ্গা যুবকরা হলেন- আনোয়ার (৩৩), খালেক (২২) ও নূর আলম (৪৫)। তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, রাতে ওই রোহিঙ্গা যুবকদের কাজ দেয়ার কথা বলে কয়েকজন ডেকে নিয়ে যায়। এরপর গলা কেটে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ভেতর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

সকাল ৯টার দিকে উপজেলার চাকমারকুলের পারিয়াপাড়ার পাহাড়ের ভেতর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

আহতদের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। তবে তাদের কে বা কারা হত্যার চেষ্টা করেছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে গভীর তদন্ত চলছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর