thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

‘প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ সত্য নয়’

২০১৪ মার্চ ০৫ ১২:৪৮:৫৮
‘প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ সত্য নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্লট বরাদ্দ নিয়ে অয়িমের অভিযোগ অস্বীকার করলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত সচিব (বর্তমানে প্রবাসীকল্যাণ সচিব) ড. শওকত হোসেন।

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শওকত হোসেন বলেন, ‘আমি গণপূর্ত মন্ত্রণালয়ে থাকাকালীন কোনো ধরনের সুবিধা গ্রহণ করিনি বা কোনো প্রতিষ্ঠান আমাকে কোনো ধরণের অনৈতিক সুবিধা দেয়নি। সুতরাং প্লট নিয়ে অনিয়মের অভিযোগ সত্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমি অভিযুক্ত নই। দুদকের বাইরে থেকে আসা আমার বিরুদ্ধে একটি অভিযোগ খতিয়ে দেখতে আমাকে ডাকা হয়েছিল। তাই দুদকের কাছে আমার বক্তব্য দিতে এসেছি।’

দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এ অভিযোগের সত্যতা যাচাইয়ে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমডি/এজেড/মার্চ ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর