thereport24.com
ঢাকা, বুধবার, ২৬ জুন ২০১৯, ১২ আষাঢ় ১৪২৬,  ২১ শাওয়াল ১৪৪০

সোনালিকে দেখে দাগ কেটেছে ভক্তদের

২০১৮ সেপ্টেম্বর ০৮ ১১:০২:০৫
সোনালিকে দেখে দাগ কেটেছে ভক্তদের

দ্য রিপোর্ট ডেস্ক : গত ৬ সেপ্টেম্বর ‘রিড বুক ডে’ তে ইনস্টা প্রোফাইলে বই হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন ভারতের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সোনালি বেন্দ্রে।

ছবিতে দেখা গেছে, A Gentleman in Moscow নামে একটি বই হাতে ধরে হাস্যজ্জল এ অভিনেত্রী।

ছবিটি তার ভক্তদের মনে দাগ কেটে দিয়েছে। কেননা ন্যাড়া মাথায় একসময়ের লম্বা চুলের মোহময়ী সোনালিকে দেখে আপ্লত ভক্তরা।

তবে ভক্তরা বলছেন, ন্যাড়া হলেও সোনালিকে যে বিন্দুমাত্র খারাপ লাগছে না।

জটিল ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী সোনালি বেন্দ্রে গত দুমাস ধরে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন। আর সে কারণেই চুল ফেলে দিতে হয়েছে তাকে।

নিজের খোঁজখবর সোনালি সামাজিকমাধ্যমে নিজেই পোস্ট করতে দেখা যায় সোনালিকে।

কেমন আছেন, স্বাস্থ্যের কতটা উন্নতি হচ্ছে, সব খবর নিজেই টুইট করেন এ অভিনেত্রী।

পাশপাশি তার স্বামী গোল্ডি বেহলও সোনালির শারীর অবস্থা খবরাখবর সকলকে জানাচ্ছেন।

কিছুদিন আগে ছেলে রণবীরের জন্মদিনেও পুরনো স্মৃতি রোমন্থন করে একটি ভিডিও পোস্ট করেছিলেন সোনালি।

সোনালির এমন সংকট মুহুর্তে হাল ছাড়েন নি তার পরিবার। এমন কি ১০ বছরের ছেলে রণবীরও বুকে পাথর বেধে মায়ের পাশে দাঁড়িয়েছে। বন্ধুরাও সর্বক্ষণ খেয়াল রাখছে তার।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর