thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯, ৮ শ্রাবণ ১৪২৬,  ১৯ জিলকদ  ১৪৪০

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক আজ

২০১৮ সেপ্টেম্বর ০৯ ০৭:৪৯:১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির ১০ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

রবিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ১০ জন স্থায়ী কমিটির সদস্য রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করবেন। এ বিষয়ে বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের একান্ত সহকারী আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।

গত শুক্রবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হবে।

এর আগেও খালেদা জিয়ার চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর