thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

২০ সেপ্টেম্বর পর্যন্ত  চলবে সংসদ

২০১৮ সেপ্টেম্বর ০৯ ২১:৩০:০৭
২০ সেপ্টেম্বর পর্যন্ত  চলবে সংসদ




দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম সংসদের ২২তম অধিবেশন আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। একই সঙ্গে আগামী সংসদ নির্বাচনের আগে অক্টোবরে আরও একটি অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সংসদ ভবনে অধিবেশন শুরুর আগে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে দশম জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন আহ্বান করার সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইনউদ্দীন খান বাদল ও আনিসুল হক।

বৈঠকে জানানো হয়, চলতি অধিবেশনে উত্থাপনের জন্য ১১টি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। তবে সংসদে পাসের অপেক্ষায় ৩টি, কমিটিতে পরীক্ষাধীন ৯টি ও উত্থাপনের অপেক্ষায় ১১টিসহ মোট ২৩টি সরকারি বিল পাসের অপেক্ষায় রয়েছে। এ অধিবেশনে উত্থাপনের জন্য কোনো বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বিকেল ৫টায় সংসদ অধিবেশন শুরু হয়। বৈঠকের শুরুতে স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- ইমরান আহমেদ, এবি তাজুল ইসলাম, মাহবুবউল আলম হানিফ, ফখরুল ইমাম ও নূরজাহান বেগম।


(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ০৯,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর