thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯, ৭ আষাঢ় ১৪২৬,  ১৫ শাওয়াল ১৪৪০

টসভাগ্যে সেমিতে মালদ্বীপ

২০১৮ সেপ্টেম্বর ০৯ ২১:৪৯:২৭
টসভাগ্যে সেমিতে মালদ্বীপ

দ্য রিপোর্ট ডেস্ক : ফিফার নিয়মানুসারে দুই দলের পয়েন্ট এবং গোল ব্যবধান সমান হলে দেখা হয়, কে কতটি কার্ড দেখেছে। কম কার্ড দেখা দলটিই শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট পায়।

কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের বাইলজে কার্ডের হিসেবের কোনো রেওয়াজ নেই। যে কারণে পয়েন্ট এবং গোল ব্যবধান সমান হওয়ায় শ্রীলংকা ও মালদ্বীপের মধ্যে টস হয়। টসভাগ্যে জিতে শেষ পর্যন্ত সেমিফাইনালে ‍উঠে যায় মালদ্বীপ।

নিজেদের প্রথম খেলায় শ্রীলংকার বিপক্ষে গোল শূন্য ড্র করা মালদ্বীপ রোববার দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়।

অন্যদিকে শ্রীলংকা ভারতের বিপক্ষে প্রথম খেলায় ২-০ গোলে পরাজিত হওয়ার পর দ্বিতীয় খেলায় মালদ্বীপের সঙ্গে গোল শূন্য ড্র করে।

দুই দলের পয়েন্ট সমান ১। দল দুটি গোল দেয়ার পরিবর্তে দুটি করে গোল খায়। গোল এবং পয়েন্ট সমান হওয়ায়, সেমিফাইনালের জন্য একটি দলকে বেছে নিতে আয়োজকদের শেষ পর্যন্ত টসে যেতে হয়। আর সেই টসভাগ্যে জিতে সেমিফাইনালে উঠল মালদ্বীপ।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ০৯,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর