thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

যৌন নির্যাতন : যুক্তরাষ্ট্রের সিবিএস প্রধানের পদত্যাগ

২০১৮ সেপ্টেম্বর ১০ ১০:৪৯:১২
যৌন নির্যাতন : যুক্তরাষ্ট্রের সিবিএস প্রধানের পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক : যৌন নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বৃহৎ মিডিয়া গ্রুপ সিবিএস প্রধান লেস মুনভেস পদত্যাগ করেছেন। অভিযোগ ওঠার পরপরই যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের অন্যতম ক্ষমতাশালী এই ব্যক্তি প্রতিষ্ঠান প্রধানের পদ থেকে সরে যান।

জোসেফ ল্যানিলো এখন থেকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত জুলাইয়ে মুনভেসের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই তদন্ত শুরু করেছিলো সিবিএস। এর মধ্যেই গত রবিবার আর ৬ নারী তার বিরুদ্ধে নতুন করে যৌন হয়রানির অভিযোগ আনেন।

তবে ৬৮ বছর বয়সী মুনভেস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। সর্বশেষ অভিযোগগুলোকে তিনি ‘আতঙ্কজনক’ বলেও অভিহিত করেন।

যদিও সিবিএস বলছে, কোম্পানি এবং মুনভেন যৌন নির্যাতনের শিকার নারীদের ‘আমিও’ (#MeToo movement) আন্দোলনের সমর্থনে ২০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর