thereport24.com
ঢাকা, রবিবার, ২১ জুলাই ২০১৯, ৬ শ্রাবণ ১৪২৬,  ১৭ জিলকদ  ১৪৪০

নোয়াখালীতে প্রাইভেটকার চাপায় সিএনজিচালক নিহত

২০১৮ সেপ্টেম্বর ১০ ১২:৩২:১৮
নোয়াখালীতে প্রাইভেটকার চাপায় সিএনজিচালক নিহত

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে প্রাইভেটকারের চাপায় মো. বেলাল হোসেন (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের বগাদিয়া দক্ষিণ ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দাসপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে চৌমুহনী থেকে একটি অটোরিকশা সোনাইমুড়ীর উদ্দেশে ছেড়ে আসে। পথে অটোরিকশাটি বগাদিয়া দক্ষিণ ব্রিজের উপর উঠলে একটি প্রাইভেটকার তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় আত্মরক্ষার্থে চালক অটোরিকশা থেকে লাফ দিলে প্রাইভেটের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, সোমবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে প্রাইভেটকারের চাপায় এক সিএনজিচালক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর