thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

এমপি-মন্ত্রীদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পেয়েছে দুদক

২০১৪ মার্চ ০৫ ১৪:৩৫:৫৪
এমপি-মন্ত্রীদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পেয়েছে দুদক

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমপি-মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ করে অসঙ্গতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান, কমিশনের কমিশনার মো. সাহাবুদ্দিন (চুপ্পু)।

মো. সাহাবুদ্দিন বলেন, ‘আমরা যাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি তাদের অধিকাংশই জিজ্ঞাসাবাদে হাজির হয়েছেন। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদে অনেকেরই সম্পদের হিসাবে অসঙ্গতি পাওয়া গেছে। তবে অনুসন্ধানের স্বার্থে এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আমাদের কর্মকর্তারা শুধুমাত্র তাদের দেওয়া হলফনামা বা আয়কর বিবরণীই পর্যালোচনা করবে না, তাদের আরও কোনো সম্পত্তি আছে কিনা- তাও খতিয়ে দেখবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে সব সরকারই কম বেশি দুর্নীতি করেছে। তা আমাদের দেশের জনগণ জানে। দুর্নীতির বিষয়ে আমি কোনো গোষ্ঠীকে দোষী করব না। তবে বিগত জোট সরকারের সময় দুর্নীতিতে আমাদের দেশ যেভাবে নিমজ্জিত ছিল, তা থেকে বর্তমানে আমরা বেরিয়ে এসেছি। তবে আমরা যত ভালোই করি না কেন, এ নিয়ে ক্রিটিসাইজ থাকবেই।’

তিনি আরও জানান, বিগত জোট সরকারের অনেকগুলো নেতার বিরুদ্ধে দুদকের মামলা ও অনুসন্ধান চলমান রয়েছে। আমরা কিছু কিছু অভিযোগ খতিয়ে দেখছি, তবে কাদের বিরুদ্ধে এ অভিযোগ তা এখন কিছু বলা যাবে না।’

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইতোমধ্যেই দুদক একাধিক সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে। এরা হলেন- কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নির্বাচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, পটুয়াখালী-৪ আনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জব্বার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাড. আবদুল মান্নান খান।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমডি/সা/মার্চ ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর