thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

যৌন হয়রানির অভিযোগ জাবি ছাত্রের বিরুদ্ধে

২০১৮ সেপ্টেম্বর ১১ ০১:২৫:৪৩
যৌন হয়রানির অভিযোগ জাবি ছাত্রের বিরুদ্ধে

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ঐ ছাত্রের নাম কিশোর কুমার দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪১তম আবর্তন ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র। তবে তিনি হলে থাকেন না। সোমবার হয়রানির বিচার চেয়ে বিভাগীয় সভাপতি বরাবর অভিযোগ দিয়েছেন একই বিভাগের এক ছাত্রী।

লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, ‘কিশোর কুমার দাস রবিবার দুপুর দেড়টার দিকে বিভাগের ছাদে আমাকে যৌন হয়রানিমূলক অশালীন কথাবার্তা বলেন। এই ঘটনায় প্রতিবাদ করলে আমাকে দেখে নেয়ার হুমকি দেন। এই অবস্থায় আমি বিভাগে যাতায়াতের জন্য অনিরাপদ বোধ করছি। তাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’

ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা জানান, সোমবার বিভাগের সিঁড়ি দিয়ে নামার সময় কিশোর কুমার দাস ফের ওই ছাত্রীকে যৌন হয়রানিমূলক কথা বলে। পরে সহপাঠীরা কিশোর কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে কাপড় কাটার কাঁচি দিয়ে তাদেরকে মারতে আসে। এ সময় শিক্ষার্থীরা তাকে গণপিঠুনি দেয়। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, ‘ওই ছেলে (কিশোর কুমার) মাদকাসক্ত। সে এর আগে আমার কাছে গাঁজা খাওয়ার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছিল। পরে আমি সেই আবেদন প্রক্টর বরাবর পাঠিয়ে দিয়েছি। সে বলে গাঁজা খুবই উপকারী। আজও এক ছাত্রী তার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ নিয়ে এসেছিল। আমি তাদেরকে যৌন নিপীড়ন বিরোধী সেলে অভিযোগ করতে বলেছি। কারণ যৌন নিপীড়নের বিষয়ে বিভাগ কোন ব্যবস্থা নিতে পারেনা।’

যৌন নিপীড়ন বিরোধী সেলের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার এ বিষয়ে বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

এ বিষয়ে জানতে কিশোর কুমারের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ১০,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর