thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

কার্গোর ধাক্কায় ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ

২০১৮ সেপ্টেম্বর ১১ ১১:০৭:০৮
কার্গোর ধাক্কায় ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ

মোংলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় কার্গো জাহাজ এমভি নাসির-জাহানের ধাক্কায় এফবি স্বাধীন নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিন জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস তুরাগ, মেঘনা, দুর্গম ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনীর মোংলার দিগরাজ ঘাঁটির গণমাধ্যম শাখার কর্মকর্তা ফরিদ আহম্মেদ সোমবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় ঘটনার বিষয়ে জানিয়েছেন। এদিন ভোরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উদ্ধার হওয়া জেলেদের উদ্ধৃতি দিয়ে নৌবাহিনী জানায়, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ক্লিঙ্কার বোঝাই করে কার্গো জাহাজ এমভি নাসির-জাহান বন্দরের শিল্প এলাকায় বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলসে আসার সময় সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারটিকে ধাক্কা দেয়। এতেই ঘটনাস্থলে ট্রলারটি ডুবে যায়। পরে ওই এলাকায় অবস্থানরত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘তুরাগ’ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় থাকা নয় জেলেকে উদ্ধার করে। তবে এ দুর্ঘটনার পর থেকে এখনো তিন জেলে নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি বরগুনার সদর উপজেলায়। ট্রলারটির মালিক বরগুনার রিয়াজ খান বলে জানা গেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারটির মালিক রিয়াজ খান ও মাঝি কালামসহ ১২ জন জেলে দুর্ঘটনাকবলিত ওই ট্রলারটিতেই ছিলেন।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, নৌবাহিনীর পাশাপাশি তারাও উদ্ধারকাজে যোগ দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর