thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২০, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭,  ৭ শাওয়াল ১৪৪১

ভারতে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪৫

২০১৮ সেপ্টেম্বর ১১ ১৬:০৬:৫৩
ভারতে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪৫

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪৫ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে ছয় শিশুও রয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজ্যের জাগতিয়াল জেলার কোন্ডাগাত্তু এলাকায় একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর- টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

প্রকাশিত খবর অনুয়ায়ী বাসটিতে ৭০ যাত্রী ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটতে পারে। বাসটিতে বিপুলসংখ্যক তীর্থযাত্রী ছিলেন। হায়দরাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে কন্ডাগাত্তু পাহাড়ের চূড়ায় অবস্থিত আঞ্জানিয়া স্বামী মন্দির থেকে তারা ফিরছিলেন।

জাগতিয়াল জেলা কালেক্টর এ সেরাত বলেন, বেলা পৌনে ১২টা থেকে ১২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।

তেলেঙ্গানার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রতিটি পরিবারের জন্য তিনি পাঁচ লাখ রুপি অর্থ সহায়তা ঘোষণা করেছেন।

আহতদের জাগতিয়াল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের করিমনগর ও হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর