thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

চট্টগ্রামে ঘুষ গ্রহণকালে শিক্ষা কর্মকর্তা আটক

২০১৪ মার্চ ০৫ ১৫:০২:৫৪
চট্টগ্রামে ঘুষ গ্রহণকালে শিক্ষা কর্মকর্তা আটক

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় ঘুষ নেওয়ার সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেরাজ উদ্দিনকে হাতেনাতে আটক করে দুনীর্তি দমন কমিশন (দুদক)। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ঘুষ নেওয়া বিশ হাজার টাকা উদ্ধার করে দুদক কর্মকর্তারা। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া জানান, লোহাগাড়া উপজেলার মধ্যপুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরির চাকরি দেওয়ার নামে এক যুবকের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেরাজ উদ্দিন। এ সময় তাকে হাতেনাতে ধরা হয়। তিনি ঘুষ গ্রহণের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধ দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হবে।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, ঘুষ নেওয়ার সময় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দুদক ধরে আমাদের কাছে সোপর্দ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনুর রহমান জানান, ঘুষ গ্রহণের দায়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/সা/মার্চ ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর