thereport24.com
ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১,  ১৪ রবিউল আউয়াল 1446

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৮ সেপ্টেম্বর ১৪ ১০:৫৯:৪০
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।

নিহতরা হলেন- আবু তৈয়ব ও নুরুল হুদা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বেলাল জাহাঙ্গীর জানিয়েছেন, রাতে উপজেলার চারিয়া বুড়ি পুকুরপাড় এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পর আবু তৈয়ব ও নুরুল হুদাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, হাটহাজারী সড়কে সিএনজি অটোরিটশা ও ইঞ্জিনচালিত রিকশা চলাচল বেড়ে যাওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর