thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে মামলা

২০১৮ সেপ্টেম্বর ১৪ ১৮:৪৭:১৩
খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে তিনটি মামলা করেছে পুলিশ।

রাজধানীর খিলগাঁও ও মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়।

নাশকতা, ককটেল নিক্ষেপ, পুলিশের কর্তব্যকাজে বাধাদানসহ একাধিক অভিযোগ আনা হয় এসব মামলায়।

শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে আইনজীবী সানাউল্লাহ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা হওয়ার বিষয়টি আজ জানতে পেরেছি, মামলাগুলো সব ভুয়া, হয়রানি করার উদ্দেশ্যে এ মামলাগুলো করা হয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব।

তিনি আরও বলেন, গত ১১ ও ১২ তারিখের ঘটনা দেখিয়ে মামলা করা হয়েছে। ১২ তারিখ তো আমি খালেদা জিয়ার চ্যারিটেবল মামলায় জেলখানার আদালতে ছিলাম। ওখানে সব মিডিয়ার লোকজন আমাকে দেখেছে। সেখান থেকে কীভাবে ককটেল মারলাম কিছু বুঝলাম না।

সিএমএম আদালতের জিআর সূত্রে জানা গেছে, সানাউল্লাহ মিয়া ছাড়াও এসব মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এসব মামলার এজাহারে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে আসামিরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। ওই দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি।

এজাহারে আরও বলা হয়, কর্মসূচি পালনের সময় পুলিশ যান চলাচলে সহযোগিতা করতে চাইলে বিএনপির এসব আইনজীবী এবং অন্য নেতাকর্মীরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর