thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

১৪ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক বিমান নিখোঁজ

২০১৮ সেপ্টেম্বর ১৮ ১৩:২৩:১৩
১৪ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক বিমান নিখোঁজ

দ্য রিপোর্ট ডেস্ক : ভূমধ্যসাগরের ওপর দিয়ে চলার সময় ১৪ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে রাশিয়ার সামরিক বিমান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর- বিবিসির।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ‘সিরিয়ার ওপর দিয়ে উড়ে যাওয়ার পর ভূমধ্যসাগর এলাকায় প্রবেশের পর পরই হঠাৎ করে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার আইআই-২০ বিমান। বিমানটির নাবিকদের সাথে সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

স্থানীয় সময় সোমবার রাত ১১টায় বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে ওই বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, সোমবার রাতে সিরিয়া উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে সামরিক বিমানটি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। ইউশিন আইআই-২০ নামের ওই যুদ্ধবিমানটি উত্তর-পশ্চিমের শহর লাটাকিয়ার কাছাকাছি রাশিয়ার সামরিক ঘাঁটি মেইমিমে যাচ্ছিল।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে ২০১৫ সালে দেশটিতে আইএস জঙ্গি ও সরকার বিরোধীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। সিরিয়ায় সাত বছর ধরে গৃহযুদ্ধ চললেও রাশিয়ার সহায়তায় এখনো ক্ষমতায় রয়েছেন বাশার আল আসাদ। সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ নিহত হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর