thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

পাইপলাইন নির্মাণ কাজ উদ্বোধন করলেন হাসিনা-মোদি

২০১৮ সেপ্টেম্বর ১৮ ১৮:৫৬:৩৭
পাইপলাইন নির্মাণ কাজ উদ্বোধন করলেন হাসিনা-মোদি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের জন্য ‘মৈত্রী পাইপ লাইন’র নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভারতের দিল্লির সরকারি দফতর সাউথ ব্লক থেকে মোদি এবং গণভবন থেকে শেখ হাসিনা রিমোট সুইচ টিপে প্রকল্পটি উদ্বোধন করেন।

এসময় দুই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও কিছু প্রকল্পেরও উদ্বোধন করেন।

দুই দেশের প্রধানমন্ত্রী যে পাইপলাইনের নির্মাণকাজের উদ্বোধন করেছেন এর মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

ডিজেল আমদানি সংক্রান্ত ক্রয়-বিক্রয় চুক্তি গত বছরের ২২ অক্টোবর স্বাক্ষর হয়। এরপরে চলতি বছরের ৯ এপ্রিলে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। পর্যায়ক্রমে এ সরবরাহের পরিমাণ বেড়ে শেষ পাঁচ বছর ৪ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে।

নুমালীগড় রিফাইনারি থেকে পার্বতীপুর পর্যন্ত নির্মিতব্য পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ সম্ভব হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর