thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বর্তমানে রেলে যাত্রী পরিবহন সক্ষমতা ৯ কোটি

২০১৮ সেপ্টেম্বর ১৮ ২০:১৭:০৮
বর্তমানে রেলে যাত্রী পরিবহন সক্ষমতা ৯ কোটি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ৯ কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন, রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর (ফেনী-২) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে বিকেল সোয়া ৫টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ঢাকা-চট্টগ্রাম রুটে ১০টি, ঢাকা-সিলেট রুটে আটটি, ঢাকা-নোয়াখালী রুটে দুইটি, ঢাকা-কিশোরগঞ্চ রুটে ছয়টি, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চারটি, ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চারটি এবং ঢাকা-তারাকান্দি রুটে চারটিসহ মোট ৩৮টি আন্ত:নগর এবং ঢাকা-নারায়নগঞ্জ রুটে ২৬টি লোকাল ট্রেন চলাচল করছে। পশ্চিমাঞ্চলে ঢাকা-খুলনা রুটে চারটি, ঢাকা-সিরাজগঞ্জ বাজার রুটে দুইটি, ঢাকা-রাজশহী রুটে ছয়টি, ঢাকা-চিলাহাটি রুটে দুইটি, ঢাকা-কলকাতা রুটে দুইটি, ঢাকা-লালমনিরহাট রুটে দুইটি, ঢাকা-দিনাজপুর রুটে চারটি, ঢাকা-রংপুর রুটে দুইটিসহ মোট ২৪টি আন্তঃনগর এবং ঢাকা-ঈশ্বরদী রুটে একটি লোকাল ট্রেন চলাচল করছে।

বেগম সানজিদা খানমের (মহিলা আসন-২৬) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে রেলের সর্বমোট ৪৬০টি স্টেশন রয়েছে। এর মধ্যে ৯৬টি বন্ধ রয়েছে। তবে বন্ধ স্টেশনগুলো চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

মুজিবুল হক বলেন, জনবল নিয়োগ সম্পন্ন করে বন্ধ স্টেশন চালুর উদ্যোগ নেয়া হবে। ইতোমধ্যে আমরা একদিনে ৬০টি বন্ধ স্টেশন চালু করেছি। অবশিষ্ট স্টেশনগুলো জনবল নিয়োগ সাপেক্ষে শিগগরিই চালু করা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/সেপ্টেম্বর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর