thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

মেয়াদ বাড়ল পররাষ্ট্র সচিব শহীদুল হকের

২০১৮ সেপ্টেম্বর ১৯ ১৭:১৪:৪৮
মেয়াদ বাড়ল পররাষ্ট্র সচিব শহীদুল হকের

দ্য রিপোর্ট প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হকের অবসরোত্তর ছুটি বাতিল করে স্বপদে তাকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৩০ ডিসেম্বর শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে।

চুক্তিতে মেয়াদ বৃদ্ধির আদেশ ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে।

২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান শহীদুল হক। ওই বছরের ১৯ জুলাই তাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়। চলতি বছরের ৩০ জুলাই তাকে সিনিয়র সচিব করা হয়।

১৯৮৪ সালের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ২০০১ সাল থেকে বিশেষ ছুটিতে আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কাজ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নেওয়া শহীদুল ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর