thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রাজধানীতে মধ্যরাতে স্বস্তির বৃষ্টি

২০১৮ সেপ্টেম্বর ২০ ০৯:২৮:৫০
রাজধানীতে মধ্যরাতে স্বস্তির বৃষ্টি

দ্য রিপোর্ট প্রতিবেদক : : আশ্বিনের শুরুতে প্রকৃতিতে শীতের আবহ তৈরি হলেও রাজধানীসহ সারাদেশে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। প্রতিদিনই যেন তাপদাহ বেড়ে চলছিলো। এর সঙ্গে যুক্ত হয় লোডশেডিং। ঠিক তখনই মধ্যরাতে রাজধানীতে বয়ে গেলো এক পশলা স্বস্তির বৃষ্টি। হিমেল হাওয়ার সঙ্গে সেই বৃষ্টি ঠাণ্ডা করে দিলো ধরণী। সঙ্গে ছিলো মেঘের গর্জনও।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে রাজধানীর খিলগাঁও, রাজারবাগ, রামপুরা, শান্তিনগর, মিরপুর, বারিধারাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর মিলেছে। বৃষ্টির সঙ্গে বইছে শীতল হাওয়া, তাতে কেটেছে অস্বস্তিকর গরম।

এর আগে বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর