thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়,১১২/৮

২০১৮ সেপ্টেম্বর ২০ ২৩:৪৭:০৮
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়,১১২/৮

দ্য রিপোর্ট ডেস্ক :ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। এই মুহূর্তে হারের শঙ্কা দেখা দিয়েছে। মাশরাফি ফিরে গেছে শূন্য রানে। দলের অবস্থা এখন দাঁড়িয়েছে এমন ৮ উইকেটে ১১২। ওভার ৩৮। খুব বেশি দূর যে যেতে পারবে না, সেটা বলা যাচ্ছে এখনই । গতকালের পাকিস্তানের চেয়েও বোধ হয় শোচনীয় অবস্থা হতে যাচ্ছে বাংলাদেশের ? এখন অপেক্ষা কত রানে হার হয়-সেটা দেখার। বাকি ২টা উইকেট । অবিশ্বাস্য আর কিছুই করার সম্ভাবনা নেই তা বলাই যায়।

তামিমহীন ওপেনিং জুটি অল্পতে বিদায় নিলে শুরুর চাপে পড়েছে বাংলাদেশ। অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত চতুর্থ ওভারে বিদায় নেয়ার পর ফিরেছেন লিটন কুমার দাস। থাকতে পারেননি মুমিনুলও। যত সময় যাচ্ছে, তত রানের চাপে পড়ছে বাংলাদেশ।

রহস্যময় বোলার মুজিব উর রহমানকে বড় শট খেলতে গিয়ে কানায় লাগান শান্ত। বল চলে যায় পয়েন্টে। ১৩ বলে ৭ রান করে ধরা পড়েন আফতাব আলমের হাতে।

এরপর পঞ্চম ওভারে ফেরেন আরেক ওপেনার লিটন। আফতাব আলমকে ডিফেন্স করতে গিয়ে লাইন মিস করেন। বল প্যাডে লাগলে আউট দেন আম্পায়ার। সাকিবের পরামর্শ নিয়ে লিটন রিভিউ নিয়েও পার পাননি। আগের ম্যাচে শূন্য রানে ফেরা এই ব্যাটসম্যান এদিন করতে পারেন ১৪ বলে ৬।

আবুধাবিতে এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস হেরে পরে ব্যাট করছে বাংলাদেশ। জয়ের জন্য করতে হবে ২৫৬। এই প্রতিবেদন লেখার সময় ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৪১।

বাংলাদেশ এদিন শুরুতে ভালো বল করলেও ডেথ ওভারের বোলিংয়ে আফগানদের আটকে রাখতে পারেনি। অষ্টম উইকেটে গুলবাদিন নাইব ও রশিদ খান ৯৫ রান যোগ করে দলকে লড়াইয়ের সংগ্রহ এনে দেন।

অথচ আবু হায়দার রনি শুরুটা করেন দারুণ। অভিষিক্ত এই পেসার দ্রুত দুই উইকেট তুলে নেন। এরপর সাকিব ফেরান চারজনকে। মাঝখানে রুবেল ফেরান অর্ধশতক তুলে নেয়া হাসমাতুল্লাহ শাহিদীকে।

সাকিব ১০ ওভারের কোটা শেষ করেন ৪২ রান খরচায়। রুবেল ৬ ওভারে দেন ৩২ রান। দুই উইকেট নিতে আবু হায়দার ৯ ওভারে দেন ৫০ রান। মাশরাফী ৮ ওভারে ৬৭ রান দিয়ে কোনো উইকেট পাননি।
(দ্য রিপোর্ট/একেএমএম/ সেপ্টেবম্বর ২১,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর