thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মহাখালী থেকে বাস চলাচল শুরু

২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৩:২২:৩৭
মহাখালী থেকে বাস চলাচল শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে প্রায় দশ ঘন্টা পর টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটের বাস চলাচল শুরু হয়েছে।

শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রেখেছিলেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। পরে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অঘোষিত ধর্মঘট তুলে নেয় শ্রমিকরা। শুরু হয় বাস চলাচল।

সোমবার রাতে পরিবহন চালককে মারধরের ঘটনায় রাত থেকে এই রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন যাত্রীরা।

ঘটনাস্থল থেকে বনানী থানার এএসআই সোহেল গণমাধ্যমকে জানান, সোমবার রাতে পরিবহন শ্রমিকদের সঙ্গে মারামারি ঘটনায় মহাখালী থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে বিষয়টি মিমাংসা করেন। এখন মহাখালী থেকে টাঙ্গাইল -ময়মনসিংহ রুটে যান চলাচলা শুরু হয়েছে।

রাতে মহাখালী বাস টার্মিনালের সামনে হর্ন বাজানোকে কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা। এ ঘটনায় শ্রমিকদের সঙ্গে সংর্ঘষ হয় স্থানীয়দের।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর