thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

সহযোগী প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি কিনবে কনফিডেন্স সিমেন্ট

২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৩:২৮:৫৬
সহযোগী প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি কিনবে কনফিডেন্স সিমেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক : কনফিডেন্স সিমেন্ট সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের জন্য নতুন ভার্টিক্যাল রোলার সিমেন্ট মিলের যন্ত্রপাতি কিনবে।

এ জন্য কোম্পানিটি চায়না ন্যাশনাল হেভি মেশিনারি করপোরেশনের সঙ্গে ইপি (ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট) চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ গতকাল বিকালে অনুষ্ঠিত পর্ষদ সভায় সহযোগী কোম্পানিটির এ চুক্তি অনুমোদন করেছে।

সহযোগী কোম্পানির নতুন সিমেন্ট মিলটিতে প্রতি ঘণ্টায় ২৮০ টন পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট উৎপাদনের সক্ষমতা অর্জনে চীনা কোম্পানিটির সঙ্গে ইপি চুক্তি সই হয়েছে। প্লান্টে কাঁচামাল প্রবেশ থেকে শুরু করে ব্যাগে বা বাল্কে সিমেন্ট শিপিংয়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি, সরঞ্জাম ও প্রকৌশল সাপোর্ট এ কোম্পানির কাছ থেকে কেনা হচ্ছে। যন্ত্রপাতি স্থাপনের সময় প্রয়োজনীয় সব সেবাও দেবে তারা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর