thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

জেদ্দা বিমানবন্দরে বন্ধ হলো বাংলাদেশ হজ প্লাজা

২০১৮ সেপ্টেম্বর ২৬ ০৮:৪৫:২৮
জেদ্দা বিমানবন্দরে বন্ধ হলো বাংলাদেশ হজ প্লাজা

দ্য রিপোর্ট ডেস্ক : সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে বন্ধ হলো বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজ প্লাজা।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত শেষদিনের মতো বাংলাদেশ হজ প্লাজা দিয়ে হাজিরা বাংলাদেশের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন।

বুধবার (২৬ সেপ্টেম্বর) থেকে যথারীতি পার্শ্ববর্তী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অবশিষ্ট হজযাত্রীরা দেশে ফিরবেন।

পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে আসা বাংলাদেশি হজযাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় জেদ্দা বিমানবন্দরের একটি নির্দিষ্ট জায়গা ভাড়া নিয়ে মধ্য জুলাই থেকে বাংলাদেশ হজ প্লাজার কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত পবিত্র হজ পালন শেষে মোট ১ লাখ ২০ হাজার ২৭৯ জন হজযাত্রী দেশে ফিরে এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৮৬টিসহ মোট ৩৪২টি ফ্লাইট এসব যাত্রী পরিবহন করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৮৭০ জন ও সৌদি এয়ারলাইন্স ৫৯ হাজার ৪০৯ জন যাত্রী পরিবহন করে।

দেশে ফিরে আসা ১ লাখ ২০ হাজার ২৭৯ জন হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৩ হাজার ৫০৮ জন হজযাত্রী রয়েছেন।

গত ২০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলতি বছরের শেষ হজ ফ্লাইট আজ বুধবার শেষ হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর