thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

২০১৮ সেপ্টেম্বর ২৯ ০৮:৫৭:৫৮
ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলায় দুই দলের মধ্যে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বংকিরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শফিউদ্দিন ওরফে মনা। তিনি উপজেলার চোরকোল গ্রামের বাসিন্দা।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ দাবি করেন, বংকিরা গ্রামের পুলিশ ফাঁড়ি থেকে কয়েকশ গজ দূরে সড়কে রাত আড়াইটার দিকে দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর পরিচয় সনাক্ত করা হয়। শফিউদ্দিনের বিরুদ্ধে তিনটি ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুটি বোমা, একটি গুলিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর