thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রিপাবলিক ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে

২০১৮ অক্টোবর ০১ ১৭:০২:৩৯
রিপাবলিক ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। সোমবার কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৫৭ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৮০ পয়সা বেচাকেনা হয়েছে। ৯৪২ বারে কোম্পানির ১২ লাখ ৫৭ হাজার ৯৪৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৪ কোটি ৯৯ লাখ টাকা।

লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাইনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি। সোমবার কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৬০ পয়সা বেচাকেনা হয়েছে। ৮১৫ বারে কোম্পানির ৬ লাখ ২৪ হাজার ৫৬৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ২ কোটি ৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এম.এল ডাইং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইনন্স্যুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ভ্যানগার্ড এএমএল মিউচ্যুয়াল ফান্ড।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর