thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে ২০১৯, ৬ জ্যৈষ্ঠ ১৪২৬,  ১৪ রমজান ১৪৪০

IBS ও হোমিওপ্যাথি চিকিৎসা (IBS and homeopathic treatment)

২০১৮ অক্টোবর ০৪ ০৯:০০:৫০
IBS ও হোমিওপ্যাথি চিকিৎসা
(IBS and homeopathic treatment)

ডা. মো. শাহিনুর রহমান: এটাকে বলা হয় Irritable Bowel Syndrome সংক্ষেপে IBS। বাংলায় এটাকে সাধারণত বলা হয় দীর্ঘ মেয়াদি পেটের পিড়া। লক্ষণসমুহ যেমন-কষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, আমাশয় এর সঙ্গে যুক্ত হয় নিদ্রাহীনতা, হাত পা জালাপোড়া করা, চুলপড়া ইত্যাদি। এই রোগের উৎপত্তি সাধারণত বংশগত কারণে, জীবনযাত্রার অনিয়ম, শারীরিক পরিশ্রম না করা, খাদ্যাভ্যাসে অনিয়ম, মানসিক চাপ এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে।

হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে মানুষের কিছু নেতিবাচক ধারনা রয়েছে। এটারও একটা যথেষ্ট কারণ রয়েছে। যেমন- অভিজ্ঞ চিকিৎসক সঠিক ওষুধের প্রয়োগ, মান সম্মত ওষুধ, ওষুধের মাত্রা আরও জটিল বিষয় এর সঙ্গে জড়িত রয়েছে। যেটা একজন অভিজ্ঞ চিকিৎসক এই বিষয়ে অবগত। পরিশেষে বলা যায়, হোমিওপ্যাথি যেহেতু সম্পুর্ণ প্রাকৃতিক চিকিৎসা ফলশ্রুতিতে এই রোগটিকে সম্পুর্ণ নিরাময় করা সম্ভব। যা অন্য কোন চিকিৎসা পদ্ধতিতে সম্ভব নয়।

লেখক

ডা. মো. শাহিনুর রহমান

ডিএইসএমএস-ঢাকা (বিএ অনার্স এমএ) জাতীয় বিশ্ববিদ্যালয়

গভ:রেজিস্ট্রেশন নম্বর-৪২৩২

শেখ বদরুদ্দীন হোমিও চেম্বার

৪২/২ ঢালকানগর লেন-গেণ্ডারিয়া

ঢাকা-১২০৪

মোবাইল নম্বর- 01711-138135

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর