thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ জুন ২০১৯, ২ আষাঢ় ১৪২৬,  ১১ শাওয়াল ১৪৪০

রাতারাতি কোটিপতি হলেন টিউশন শিক্ষিকা

২০১৮ অক্টোবর ০৭ ১১:৩০:৪৫
রাতারাতি কোটিপতি হলেন টিউশন শিক্ষিকা

দ্য রিপোর্ট ডেস্ক : ১৫ বছর আগে স্বামীকে অপহরণ করা হয়। এরপর তিনি আর ফিরে আসেননি। বেঁচে থাকার তাগিদে শুরু করেন টিউশনি। শুরু হয় জীবনযুদ্ধ। এখন তিনি কোটি টাকার মালিক। সঙ্গে নতুন গাড়ি। সুপারস্টার অমিতাভ বচ্চন সঞ্চালিত ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১০-এর প্রথম হয়ে কোটিপতি হয়েছেন ভারতের গুয়াহাটির টিউশন শিক্ষিকা বিনীতা জৈন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকমের সঙ্গে কথা বলেছেন বিনীতা। ক্রোড়পতি সিজন নিয়ে আসামের এই বাসিন্দা বলেন, ‘আমি এটা চিন্তাও করতে পারিনি। ভাবতেই পারিনি যে, কোটিপতি হয়ে যাব, টপ অব দ্য ওয়ার্ল্ড মনে হচ্ছে নিজেকে। আমার জীবনে লাইমলাইটের আলোয় কোনোদিনই ছিল না।’

বিগ বির সঙ্গে দেখা করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে বিনীতা বলেন, ‘আমিও তো স্টার-স্ট্রাক হয়ে গিয়েছিলাম। ফাস্টেট ফিঙ্গার রাউন্ডে তো আমার আঙুলও সরছিল না। আস্তে আস্তে নিজেকে বুঝিয়েছিলাম যে, এখানে তুমি একটা খেলার জন্য এসেছো কিন্তু (হাসি)। উনি অত্যন্ত ভদ্র লোক।’

জেতার রহস্য কী, তা নিয়ে এই শিক্ষিকা বলেন, ‘আমার মনে হয় জানবার খিদে। সময়ের সঙ্গে এটা বাড়ে, যতটা তুমি চাইবে। আমার সবকিছু জানতে ভালো লাগে।’

বিনীতা নিজের জীবনের সব থেকে বড় পুরস্কার নেয়ার প্রস্তুতিতে রয়েছেন। দুই সন্তানের গর্বিত মা তিনি। এই কোটিপতি মা জানান, তার ছেলে ভীষণ হার্ড ওয়ার্কিং। দন্ত চিকিৎসায় স্নাতকোত্তর পড়ছে। ওর ক্লিনিক বানাতেই এই টাকাটা লাগবে।

শুধু প্রাইজের টাকা হিসেবে নগদ এক কোটি টাকা নয়; অমিতাভ বচ্চনের এই শো থেকে বিনীতা জিতেছেন একটা গাড়িও।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর