thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬,  ২২ শাওয়াল ১৪৪০

শেয়ার দর বাড়ার শীর্ষে অ্যাপোলো

২০১৮ অক্টোবর ০৮ ২০:৫৪:৫৮
শেয়ার দর বাড়ার শীর্ষে অ্যাপোলো

দ্য রিপোর্ট প্রতিবেদক: সোমবার (০৮ অক্টোবর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৫০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে অ্যাপোলো ইস্পাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৯.২০ টাকায়। সোমবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ১০.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯৭৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক এক্সেসরিজের ৯.৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৯.৪৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৯.৪১ শতাংশ, খান ব্রাদার্সের ৯.০২ শতাংশ, অলিম্পিকের ৮.৭৫ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, আমরা টেকনোলজিসের ৭.৩৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.১১ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ৬.৮৮ শতাংশ বেড়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর