thereport24.com
ঢাকা, সোমবার, ১৭ জুন ২০১৯, ৪ আষাঢ় ১৪২৬,  ১২ শাওয়াল ১৪৪০

ব্লকে লেনদেন হয়েছে ১৩ কোটি টাকা 

২০১৮ অক্টোবর ০৮ ২১:১৫:৩২
ব্লকে লেনদেন হয়েছে ১৩ কোটি টাকা 

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (০৮ অক্টোবর) ১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ১২টি কোম্পানির ৩০ লাখ ২৬ হাজার ৭২৫টি শেয়ার ২১ বার হাত বদল হয়েছে। এসব শেয়ারের মোট মূল্য দাঁড়িয়েছে ১৩ কোটি ৮৯ লাখ ৭২ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটির মোট ৩ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭২ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের।

এছাড়া বিডি থাইয়ের ২২ লাখ ২০ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৬ লাখ টাকার, ইফাদ অটোসের ১৮ লাখ ৭৭ হাজার টাকার, যমুনা অয়েলের ১ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৭ লাখ ৫০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩ লাখ ৩০ হাজার টাকার, প্রাইম ফাইন্যান্সের ২ কোটি ১৭ লাখ ৮৬ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ১২ লাখ ২৫ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর