thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

জাবির ‘সি-১’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

২০১৮ অক্টোবর ০৯ ০৮:৩৩:০৪
জাবির ‘সি-১’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘সি-১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ) ও ‘এফ’ ইউনিটের (আইন অনুষদ) ভর্তি পরীক্ষা মঙ্গলবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী চার শিফটে এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ‘সি-১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাটক ও নাট্যতত্ত্বে ছেলেদের ১৩টি ও মেয়েদের ১৩টি আসন রয়েছে। এছাড়া চারুকলা বিভাগে ছেলেদের ১৮টি এবং মেয়েদের ১৭টি আসন রয়েছে।

‘এফ’ ইউনিটে ছেলেদের ৩০টি এবং মেয়েদের ৩০টি আসন রয়েছে। আইন অনুষদে ৩২ হজার ৬৮০টি আবেদন জমা পড়েছে আইন বলে জানান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ।

সোমবার (৮ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সূচি ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের www.ju-admission.org থেকে জানা যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর