thereport24.com
ঢাকা, সোমবার, ২২ অক্টোবর ২০১৮, ৭ কার্তিক ১৪২৫,  ১১ সফর ১৪৪০

ডিএসইর সূচকে বসুন্ধরা পেপারের অন্তর্ভূক্ত

২০১৮ অক্টোবর ০৯ ১২:০৫:০৬
ডিএসইর সূচকে বসুন্ধরা পেপারের অন্তর্ভূক্ত

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এ অন্তর্ভূক্ত হয়েছে। আগামী ২১ অক্টোবর থেকে কার্যকর হবে এটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বসুন্ধরা পেপার মিলস ডিএসইর সূচকে অন্তর্ভূক্ত হওয়ার শর্ত পরিপালন করেছে। আর এ কারণে সূচকের সমন্বয়ে যোগ করা হলো কোম্পানিটিকে। ডিএসই প্রত্যেক প্রান্তিকে সূচক সমন্বয় করে। এ জন্য নির্ধারিত সময়ে লেনদেন শুরু হওয়া কোম্পানিগুলোকে সূচকে অন্তর্ভূক্ত করতে বিবেচনায় নেয় ডিএসই।

এর আগে চলতি বছরের গত জুন মাসে কোম্পানিটি বাজারে লেনদেন শুরু হয়েছে। কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা বাজার থেকে উত্তোলন করেছে। কোম্পানির শেয়ার সোমবার সর্বশেষ ১১৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবররে