thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮, ৭ কার্তিক ১৪২৫,  ১২ সফর ১৪৪০

লৌহজং নদীতে পড়ে শিশু নিখোঁজ

২০১৮ অক্টোবর ১০ ০৯:১৮:০৪
লৌহজং নদীতে পড়ে শিশু নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর লৌহজং নদীতে ডুবে মো. সাব্বির (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার আকুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর রাত সাড়ে ১০টা পর্যন্ত শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে শিশুটিকে তখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

মো. সাব্বির আকুয়া এলাকার তারা মিয়ার ছেলে।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, আকুয়া বাজারে তারা মিয়া চাবি দেওয়া অবস্থায় একটি অটোরিকশাতে চালের বস্তা তুলছিলেন। এ সময় অটোর চালকের আসনে বসে ছিল তারা মিয়ার ছেলে সাব্বির। হঠাৎ করে পিকআপে চাপ লাগলে শিশুসহ অটোটি পাশের লৌহজং নদীতে পড়ে যায়। পরিবার ও স্থানীয় লোকজন সাব্বিরকে খোঁজাখুঁজি করে পায়নি। পরে এলাকাবাসী ও পরিবার ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার অভিযান চালাচ্ছিল। তবে নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হয়। পরে ফায়ার সার্ভিসের ঢাকার হেড কোয়ার্টারে বিষয়টি জানানো হয়। সেখান থেকে একটি টিম গিয়ে শিশুটির খোঁজ করছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে