thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

এক বিন্দুও ছাড় নয় : ডিএমপি কমিশনার

২০১৮ অক্টোবর ১০ ১০:৩৪:৪১
এক বিন্দুও ছাড় নয় : ডিএমপি কমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘিরে জনগণের জানমাল ও নিরাপত্তা বিধানে যা যা দরকার তাই করা হবে। কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে তা বরদাশত করা হবে না, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার (১০ অক্টোবর) সকাল ১০টায় নাজিম উদ্দিন রোডের অস্থায়ী আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এই রায়কে ঘিরে সবাই উত্তেজনার মধ্যে আছে। আইনি প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া। অন্য সব মামলার রায় যেভাবে হয়ে থাকে, এটি তার ব্যতিক্রম কিছু নয়। এ মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির সুযোগ নেই।

তিনি বলেন, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কিংবা আইনের ব্যত্যয় ঘটালে চলমান আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সবাই আইনের চোখে সমান, এর ব্যত্যয় ঘটালে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করলে দেশের চলমান আইনে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, নগরী ও জনগণের নিরাপত্তা বিধানে যা যা করণীয় তার সবকিছুই করা হয়েছে। এ রায়কে ঘিরে কোনো ধরনের নৈরাজ্য বরদাসত করা হবে না।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর