thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রায় প্রত্যাখ্যান বিএনপির, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

২০১৮ অক্টোবর ১০ ১৩:৫০:৩২
রায় প্রত্যাখ্যান বিএনপির, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২১-আগস্ট গ্রেনেড হামলার রায়কে ফরমায়েশি দাবি করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি।

বুধবার (১০ অক্টোবর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।এ সময় দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের দণ্ড এটাই প্রমাণ করে যে দেশে কারো পক্ষেই আর ন্যয় বিচার পাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, যে দেশে একজন প্রধান বিচারপতি ন্যায়বিচার পান না, সেখানে অন্য নাগরিকের কী হল, সেটা সৃষ্টিকর্তায় মালুম।

বিএনপি মহাসচিব বলেন, রায়ের প্রতিক্রিয়ায় আমাদের দলীয় কর্মসূচি থাকবে, রাজনৈতিক কর্মসূচিও থাকবে ও আইনি তৎপরতাও থাকবে।

এদিকে রায় প্রত্যাখানের পাশাপাশি সারাদেশের প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে আগামীকাল ১১ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা মহানগর সহ জেলাজেলায় বিক্ষোভ কর্মসূচি। ১৩ অক্টোবর ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ১৪ অক্টোবর যুবদলের বিক্ষোভ কর্মসূচি ১৫ অক্টোবর সেচ্ছাসেবক দলের বিক্ষভ কর্মসূচি ১৬ দেশব্যাপী কালো পতাকা মিছিল ১৭ তারিখ মহিলা দলের মানববন্ধন। ১৮ তারিখ শ্রকিম দলের মানববন্ধন।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর