thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

প্রমাণ করেছি, আমরা পারি : প্রধানমন্ত্রী

২০১৮ অক্টোবর ১৪ ১২:৪৮:৫০
প্রমাণ করেছি, আমরা পারি : প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতু নিয়ে বহুমুখী ষড়যন্ত্রের কথা আপনারা জানেন। দেশি-বিদেশি ষড়যন্ত্রেরর কারণে বিশ্ব ব্যাংককসহ বিভিন্ন দাতা সংস্থা কথিত দুর্নীতির অজুহাতে তাদের প্রতিশ্রুত অর্থায়ন থেকে বিরত থাকে। এ অবস্থায় পদ্মা সেতু নির্মাণ করা ছিল আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। সাহসের সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে কোটি মানুষের প্রাণের দাবি পূরণ করতে চলেছি। সকল চক্রান্ত রুখে দিয়ে বিশ্বের কাছে আমরা প্রমাণ করেছি, আমরা পারি। কারণ বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না।

রোববার (১৪ অক্টোবর) সকালে পদ্মাসেতু এলাকার মাওয়া প্রান্তে দৃশ্যমান পদ্মা সেতুর চলমান কাজের শুভ উদ্বোধন, রেল সংযোগ ভিত্তিপ্রস্তর, এক্সপ্রেসওয়ে পরিদর্শন, নদীশাসন প্রকল্পের উদ্বোধন ও সুধি সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর দর্শন ছিল এদেশের সাধারণ মানুষের ন্যায্য অধিককার প্রতিষ্ঠা, সুখ সমৃদ্ধি নিশ্চিত করা, বৈষম্যহীন সমাজ এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। তার স্বপ্ন ছিল বাংলাদেশ একদিন বিশ্বে একটি আধুনিক উন্নত প্রযুক্তির দেশ হিসেবে গড়ে উঠবে। সেই লক্ষ্য অর্জনে আমরা কাজ করে যাচ্ছি।’

পদ্মা সেতু প্রকল্পের ৬০ ভাগ কাজ সম্পন্ন দাবি করে তিনি বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতর সুবিধা বাড়বে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং তাদের জীবনযাত্রার উন্নয়ন হবে।’

পদ্মা বহুমুখী সেতুর কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘পদ্মাসেতু প্রকল্প দেশের সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প। সেতুটির নির্মাণ কাজ টেকনিক্যাল, সময়সাপেক্ষ ও চ্যালেঞ্জিং। গুণগতমান শতভাগ ঠিক রেখ রাখার স্বার্থে আমাদের ধৈর্য্য ও সর্তকতার সঙ্গে এর সফল বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ড. ইউনুসের প্ররোচণায় পদ্মা সেতু প্রকল্পের টাকা বন্ধ করে দেয় বিশ্ব ব্যাংক। পদ্মা সেতু প্রকল্প বন্ধ করে দিতে দুর্নীতির অভিযোগ তোলা হয়। অনেকের ধারণা ছিল বিশ্বব্যাংক ছাড়া পদ্মা সেতু হবে না। বিএনপি জামায়াত জোট এ প্রকল্প বন্ধ করতে চেয়েছিল। পদ্মা সেতুর আন্তজার্তিক ষড়যন্ত্রের অংশ হয়েছে বাংলাদেশের কিছু মানুষ।

শেখ হাসিনা বলেন, আমি কৃতজ্ঞ জানাই বাংলাদেশের মানুষের কাছে থেকে। প্রবাসীও সবাই আমাকে আশ্বাস দিয়েছে। বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর