thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

এমজেএল বিডির লভ্যাংশ ঘোষণা

২০১৮ অক্টোবর ১৫ ১২:৩২:৩৮
এমজেএল বিডির লভ্যাংশ ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। এর মধ্য ৪৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা। আর চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৩৭.৪৯ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১.৪৭ টাকা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ নভেম্বর সকাল ১১টায়, কৃষিবিদ ইন্সস্টিস্টউট অডিটরিয়াম, খামারবাড়ি, ঢাকায় অনুষ্ঠিত হবে।এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ৪ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর