thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ২৪ জনের মৃত্যু

২০১৮ অক্টোবর ১৭ ১১:২৩:৩১
কঙ্গোতে ইবোলা ভাইরাসে ২৪ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ২৪ জন মারা গেছে। এতে বৈশ্বিক স্বাস্থ্যে জরুরি অবস্থার আশঙ্কা করা হচ্ছে।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, ৮ অক্টোবর থেকে ১৪ পর্যন্ত ৩৩ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা যায় ২৪ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, গত জুলাই থেকে কঙ্গোতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ে। তখন থেকে এ পর্যন্ত ২১১ জন ইবোলায় আক্রান্ত হন। এর মধ্যে মারা গেছে ১৩৮ জন।

এদিকে ডব্লিউএইচও-এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আরও তিন মাস এমন অবস্থা চলতে পারে। গত কয়েক সপ্তাহে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে।

ইবোলায় আক্রান্ত বেশি রোগী দেখা যাচ্ছে দেশটির বেনি শহরে। বিদ্রোহীদের ভয়াবহ আক্রমণে ২১ জন নিহত হওয়ার পর ওই শহরে ইবোলা নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত করে বিশেষজ্ঞরা। এরপরই এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইবোলা ভাইরাস আক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমনকি কঙ্গোর পাশের দেশ উগান্ডা এবং রুয়ান্ডাতেও ছড়িয়ে পড়তে পারে এটি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর