thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

কিংবদন্তি আইয়ুব বাচ্চু আর নেই

২০১৮ অক্টোবর ১৮ ১০:৩২:১৩ ২০১৮ অক্টোবর ১৮ ১১:০৫:০০
কিংবদন্তি আইয়ুব বাচ্চু আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে ১০টায় স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, সকালে বাসা থেকে অচেতন অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সংগীতাঙ্গনের অনেকে স্কয়ার হাসপাতালে ভিড় করছেন।

জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক। সঙ্গীত জগতে ১৯৭৮ সালে তার যাত্রা শুরু হয় ফিলিংস ব্যান্ডের মাধ্যমে। এরপর দশ বছর সোলস ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন তিনি।

গুণী এই শিল্পী শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামেও পরিচিত। রক ঘরানার গান করলেও আধুনিক, শাস্ত্রীয় সংগীত আর লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।

আশির দশকে আইয়ুব বাচ্চুই এদেশে প্রথম দ্বৈত এলবাম একত্রে প্রকাশ করে সঙ্গীত জগতে প্রকাশ করেন। এরপর বাংলা ব্যান্ডসঙ্গীতকে অন্য মাত্রায় নিয়ে যান।

‘চলো বদলে যাই’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’,‘বাংলাদেশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। নব্বইয়ের আইয়ুব বাচ্চু নিজের ডাকনাম রবিন নাম নিয়ে একক গানের এলবাম বের করেন।

আইয়ুব বাচ্চু শুধু গায়ক ও বাদক হিসেবেই নয়, দেশের অনেক জনপ্রিয় গানের সুরও করেছেন তিনি।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই শিল্পী।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর