thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মহানবমী উদযাপিত

২০১৮ অক্টোবর ১৮ ২১:৪১:০১
মহানবমী উদযাপিত

দ্য রিপোর্ট ডেস্ক : রাজধানীসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে মহানবমী উদযাপিত হয়। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা অপশক্তি অসুর বধের দৃঢ় প্রতিজ্ঞায় মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বিহিত পূজার মাধ্যমে মহানবমীর আনুষ্ঠনিকতা শুরু হয়। ভক্তরা সকাল থেকেই নগরীর পূজা-মন্ডপগুলোতে ঘুরে-ঘুরে দেবীর চরণে পুষ্পাঞ্জলী অর্পণ ও পূজা-অর্চণা করেন।
উল্লেখ্য, গত সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়। পরের দিন মঙ্গলবার সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্যদিয়ে উদযাপিত হয় মহাসপ্তমী পূজা, যা দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। গতকাল বুধবার কুমারী পূজার পর হয় মহাঅষ্টমীর সন্ধিপূজা।
শুক্রবার সকালে দর্পণ-বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসব শেষ হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ১৮,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর