thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

খাশোগির মৃত্যু অগ্রহণযোগ্য : ট্রাম্প

২০১৮ অক্টোবর ২০ ১০:০৬:৩৮
খাশোগির মৃত্যু অগ্রহণযোগ্য : ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক : তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির হত্যার স্বীকারোক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খাশোগির মৃত্যুর পরিস্থিতি নিয়ে সৌদি আরবের ঘোষণা একটি ভাল পদক্ষেপ। সৌদি আরব আমাদের ঘনিষ্ঠ বন্ধু। তবে যা ঘটেছে তা অগ্রহণযোগ্য।

স্থানীয় সময় শুক্রবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

তিনি বলেন, আমি মনে করি এটা একটা ভাল পদক্ষেপ। এটা একটা বড় পদক্ষেপ। এর সঙ্গে অনেক অনেক মানুষ জড়িত। সৌদি আরব আমাদের ঘনিষ্ঠ বন্ধু। যা ঘটেছে তা অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য।

তবে এ নিয়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও তার আওতায় বড় ধরনের প্রতিরক্ষা বাণিজ্য বাতিল করা হবে না।

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের ইস্তানবুলে কনস্যুলেটের মধ্যেই হত্যা করা হয়েছে বলে স্বীকার করে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ঘোষণা দিয়েছে সৌদি আরব।

গত ২ অক্টোবর ঘটনার পর থেকে অস্বীকার করে আসলেও শনিবার প্রথমবারের মতো দেশটি স্বীকার করলো যে, খাশোগিকে হত্যা করা হয়েছে।

এই হত্যার কথা স্বীকার করার পাশাপাশি এ ঘটনায় জড়িত দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে বহিস্কারের কথাও জানিয়েছে দেশটি।

আলাদা বিবৃতিতে সৌদি পাবলিক প্রসিকিউটর দাবি করেছেন, সৌদি কনস্যুলেটে দেখা করতে যাওয়া কয়েকজনের সঙ্গে খাশোগির লড়াই হয়। আর তাতেই খাশোগির মৃত্যু হয়।

হোয়াইট হাউসের পক্ষ থেকেও সৌদি ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, তারা সৌদি ঘোষণা দেখেছে। তারপরও সব প্রক্রিয়া মেনে স্বচ্ছতা ও যথাসময়ে এই ঘটনার বিচারের জন্য হোয়াইট হাউস চাপ দিয়ে যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর