thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে সমাবেশ

২০১৮ অক্টোবর ২০ ১৫:২৮:৩৮
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে সমাবেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর শাহবাগে সমাবেশ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় শাহবাগে অবস্থান নেন তারা।

তবে আন্দোলনকারীদের অভিযোগ, বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের অবস্থানে বাধা দেয়। পরে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গেলে সেখানেও বাধা দিয়েছে পুলিশ। পরে আবার মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে রাজু ভাস্কর্যে কিছু সময় অবস্থান নিয়ে বেলা দেড়টার দিকে আবারও জাদুঘরের সামনে এসে অবস্থান নিয়েছেন। সেখানেও পুলিশ তাদের বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

আন্দোলনকারীরা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন না করায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি শুরু করেছে।

শিক্ষার্থীরা বলেন, অবস্থান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ঢাকাসহ কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ থেকে আন্দোলনকারীরা কর্মসূচিতে যোগ দিয়েছেন। অন্যদিকে শাহবাগ থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের পাশেই অবস্থান করছেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা জাদুঘরের সামনে থেকে সরবেন না।

আন্দোলনে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, 'আন্দোলনের কারণে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই তাদের বুঝিয়ে বলা হচ্ছে, তারা যেন যানজট সৃষ্টি না করেন।'

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর