thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সমাবেশের অনুমতি না পেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের রিট

২০১৮ অক্টোবর ২১ ১৭:০৪:৩৭
সমাবেশের অনুমতি না পেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের রিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সমাবেশের অনুমতি না দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি, সিলেটের পুলিশ কমিশনারসহ সহ ৫ জনকে বিবাদী করা হয়েছে।

রবিবার (২১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সিলেটের জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক আলী আহমেদ এই রিট দায়ের করেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর সোমবার (২২ অক্টোবর) শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক। ড. কামাল হোসেন রিট আবেদনের শুনানিতে অংশ নেবেন বলেও তিনি জানান।

২৩ অক্টোবর সিলেটে সমাবেশ করার মধ্য দিয়ে জোট হিসেবে আত্মপ্রকাশের পর আনুষ্ঠানিক কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু স্থানীয় প্রশাসন এ কর্মসূচি পালনে অনুমতি দেয়নি। ফলে একদিন পিছিয়ে ২৪ অক্টোবর সিলেটে সমাবেশ পালনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা। তবে এখন পর্যন্ত এ সমাবেশ করারও অনুমতি মেলেনি। এ অবস্থায় উচ্চ আদালতের সমাবেশের বিষয়ে অনুমতি প্রসঙ্গে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর