thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

কাশ্মীরে সংঘর্ষে ৩ জঙ্গিসহ ৯ জন নিহত

২০১৮ অক্টোবর ২১ ২০:২৪:০০
কাশ্মীরে সংঘর্ষে ৩ জঙ্গিসহ ৯ জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: কাশ্মীরে ভারতীয় সৈন্যের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের ঘটনায় ৩ জঙ্গিসহ ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রবিবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগামে সংঘটিত সংঘর্ষে তারা নিহত হন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম গ্রেটার কাশ্মীর।

মৃতরা হলেন- দিনিউ বোগান্দের বাসিন্দা তাজামুল আহমদ, শুরাটের বাসিন্দা ইরশাদ আহমদ এবং লারুর বাসিন্দা উবাইদ লাওয়ায়, উজাইর আহমেদ, মনসুর আহমদ ও তালিব মকবুল।

শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এর(এসকেআইএমএস) মেডিকেল সুপারিন্টেনডেন্ট ডা. ফারুক জান বলেন, কুলগামের সংঘর্ষে আহত হওয়া এক ব্যক্তিকে আনার পরপরই তিনি মারা যান। এর আগে একই ঘটনায় আহত হওয়া দুজন মহারাজা হরি সিংহ (এসএমএইচএস) হাসপাতালে মারা যান।

কুলগামের প্রধান মেডিকেল কর্মকর্তা (সিএমও) ডা. ফজিল কোচাক জানান, সংঘর্ষের ঘটনায় আহত হওয়া ১০ ব্যক্তিকে কুলগাম জেলা হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৩ জন মারা গেছেন এবং ৫ জনকে বিশেষ চিকিৎসার জন্য শ্রীনগরে নিতে বলা হয়েছে।

এদিকে সকালে ৫ ঘণ্টার বন্দুকযুদ্ধে ৩ জঙ্গি নিহত হন। এক সরকারি কর্মকর্তা জানান, তারা হলেন ওয়ানগাম শোপিয়ানের শহিদ উল ইসলাম তন্ত্রে, আরওয়ানি বিজবেহারার ইয়াজিল মাকরু এবং আহওয়াতু কুলগামের জুবাইর লোন।

তারা স্থানীয় বাসিন্দা এবং বিদ্রোহী গোষ্ঠী জইশ-ই মুহাম্মদ’র সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও উল্লেখ করেন এই সরকারি কর্মকর্তা। ইতোমধ্যে এই ঘটনার প্রতিবাদে আগামীকাল ধর্মঘট ডেকেছে কাশ্মীরের স্বাধীনতাপন্থি সংগঠন ‘জয়েন্ট রেজিসট্যান্স লিডারশিপ’।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২১, ২১০৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর